24, April, 2024
Home » ঐক্যবদ্ধ হলেই চলবে না, রাজপথে নামতে হবে : মঈন খান
blogimage12

ঐক্যবদ্ধ হলেই চলবে না, রাজপথে নামতে হবে : মঈন খান

268 views

ঢাকা : গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, শুধু ঐক্যবদ্ধ হলে চলবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রাজপথে নামতে হবে। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের আজ ভোটাধিকার নেই। কথা বলার স্বাধীনতা নেই। সব আজ কলুষিত। তিনি গণফোরামের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপি’র পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শুধু ঐক্যবদ্ধ হলেই হবে না, ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। প্রয়োজনে রক্ত দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। উপস্থিত সকলকে জানান তিনি নিজেও রাজপথে রক্ত দিতে প্রস্তুত ।

গণফোরামের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ব মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ স্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর জেনারেল আমসাআ আমিন (অব.), মোশতাক আহমেদ প্রমুখ।

Leave a Comment

You may also like

Critically acclaimed for the highest standards of professionalism, integrity, and ethical journalism. Ajkerkotha.com, a new-generation multimedia online news portal, disseminates round-the-clock news in Bangla from highly interactive platforms.

Contact us

Copyright 2021- Designed and Developed by Xendekweb