02, June, 2023
Home » নাগরিক টিভির নামে টিটু-সাকিবের ৬ লক্ষ ডলার চাঁদাবাজি!

নাগরিক টিভির নামে টিটু-সাকিবের ৬ লক্ষ ডলার চাঁদাবাজি!

ইলিয়াস হোসেনের ফিফটিন মিনিটে তথ্য ফাঁস

নাগরিক টিভির নাম ব্যবহার করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের কাছ থেকে ৬ লাখ ডলার ঘুস নিয়েছে ভুয়া নাগরিক টিভির সিইও টিটু এবং নির্বাহী সম্পাদক সাকিব। আর এটা ঘটাতে তারা আনভীরের নামে একের পর এক পোস্টার তৈরি করে অনলাইনে ছেড়ে দেয়। এগুলা থামাতে লাখ লাখ ডলার চাঁদা বা ঘুস লেন দেন হয়।
শুধু তাই নয়, এই পুচকে বিাংবাদিক সাকিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর ঔধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। এমনকি তার দাবী, ১/১১র সব লোকেরা নাকি তার লোক ছিল, ব্রিগেডিয়ার বারী দিনে দু’বার ফোন করে তাকে!
এছাড়াও, সাকিবের দাবী, আগামীতে যারাই ক্ষমতায় আসবে, তারাও নাকি এই ভুয়া নাগরিক টিভির লোক হবে। নতুন সরকার হলে বসুন্ধরা গ্রুপকে রক্ষার দায়িত্ব নিয়েছে এই ভন্ড সাংবাদিক সাকিব।
শেষ বেলায় টিটু রহমান নিজেও সাকিরে ঘুস নেয়ার কন্ট্রাক্টের সাথে একমত পোষণ করে।
এখন জনতার প্রশ্ন, লাখ লাখ ডলার ঘুস নেয়া এই ক্রিমিনালগুলি কি সাংবাদিক, নাকি ভন্ড? এদের উপযুক্ত বিচার হওয়া দরকার।

Leave a Comment

You may also like

Critically acclaimed for the highest standards of professionalism, integrity, and ethical journalism. Ajkerkotha.com, a new-generation multimedia online news portal, disseminates round-the-clock news in Bangla from highly interactive platforms.

Contact us

Copyright 2021- Designed and Developed by Xendekweb