বাংলাদেশে তেলের দাম বাড়িয়ে দ্বিগুণ করার পরে প্রবল গণঅসন্তোষের আশংকায় দিল্লির থিংকট্যাংকদের ঘুম নাই- কখন হাসিনার পতন ঘটে। দফায় দফায় তারা মিটিং করছেন, নানা তত্ত্ব হাজির করছেন! তাদের অবস্থা এমন দাড়িয়েছে যে, আওয়ামীলীগের পতন মানে দিল্লির পতন। তারা ইনিয়ে বিনিয়ে প্রচার করতে চায়, বাংলাদেশের অবস্থা কোনোভাবেই শ্রীলংকার মত হয়নি। অথচ বাংলাদেশে পেট্রলের দাম দেউলিয়া ঘোষিত শ্রীলংকার চাইতেও বেশি! https://bit.ly/3oZ4FnM
https://www.bloomberg.com/opinion/articles/2022-08-01/bangladesh-s-imf-bailout-is-an-opportunity-for-more-economic-house-cleaning#xj4y7vzkg
ঢাকার ক্ষমতাসীনদের বিভিন্ন মন্ত্রীর নানান চাপাবাজির মতই বাংলাদেশের অর্থমন্ত্রী মুস্তফা কামাল এই বিপুল পরিমান ঋণ চাওয়ার উদ্দেশ্য ’বেইল আউট নয়’ দাবী করলেও ব্লুমবার্গের নিউজটাই সঠিক বলে ধরে নিতে হবে। তাদের শিরোনাম- Bangladesh Outshone India. Now It Must Learn from its Neighbor: Dhaka is suffering from growing pains but it can use an IMF bailout to further clean up its economy. কোনো কোনো ভারতীয় থিংক ট্যাংক দাবী করেন, বাংলাদেশের সাথে ভারতের অর্থনীতি একই সূত্রে বাধা (এর অর্থ বাংলাদেশকে তারা নিজেদের মনে করে কি না বোধগম্য নয়), তাই ঢাকার সরকার পতন ঠেকাতে ভারত সবকিছু করবে। অথচ ব্লুমবার্গ ম্যাগাজিন ভারতকে সতর্ক করছে, বাংলাদেশ থেকে শিক্ষা নিতে।
বেইল আউট কখন করা হয়? দেশ বা অর্থনীতি দেউলিয়া হয়ে পড়লে তাকে টেনে তুলতে। পোষাকী ভাষায়, ”Bailout is a general term for extending financial support to a company or a country facing a potential bankruptcy threat”.